Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ভূমিকাঃ

যুব সমাজ যে কোন দেশের  মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুবসমাজের সক্রিয় অংশগ্রহনের উপর অনেকাংশেই নির্ভরশীল।কারন তাদের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে  কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল।পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও যুবসমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার,নীতি নির্ধারক ও সিদ্ধামত্ম গ্রহনকারী।জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রম্নতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠি।জাতীয় যুবনীতি অনুসারে বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী জনগোষ্ঠিকে যুব হিসেবে সংঙ্গায়িত করা হয়েছে।এ বয়স সীমার জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ; যা আনুমানিক সাড়ে ৫কোটি।সুতরাং অসংগঠিত,কর্মপ্রত্যাশী,অনুৎপাদনশীল এই যুবগোষ্ঠিকে সুসংগঠিত,সুশৃঙ্খল এবং উৎপাদনমূখী শক্তিতে রম্নপামত্মরের লÿÿ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করে যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পুনঃনামকরণ করা হয়।মাঠ পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বাসত্মবায়নের জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিধিঃ

> যুবদের কল্যাণ,প্রশিÿণ ও অন্যান্য  বিষয়ক সকল কার্যাদি।

> উন্নয়নমূলক কাজে যুবদের স্বেচ্ছায় অংশগ্রহণে উৎসাহিত করা।

> যুবদের কল্যাণের জন্য সংশিস্নষ্ট মন্ত্রণালয়ের সাথে সংযোগ রাখা।

> নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ মঞ্জুরী।

> যুব পরস্কার প্রদান।

> যুবদেরকে দায়িত্বশীল,আত্মবিশ্বাসী এবং অন্যান্য মানবিক গুনাবলী অর্জনে উৎসাহ প্রদানের জন্য কর্মসূচী গ্রহন।

> যুব উন্নয়ন কার্যক্রমের উপর গবেষণা ও জরীপ।

> বেকার যুবদের জন্য কর্মসংস্থানের লÿÿ্য কার্যক্রম গ্রহণ।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের ভিশনঃ

> অনুৎপাদনশীল যুবসমাজকে সুসংগঠিত,সুশৃঙ্খল এবং উৎপাদনমুখী শক্তিতে রম্নপামত্মর করা।

> দÿতাবৃদ্ধিমূলক প্রশিÿণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত করা।

> জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দেশ্যাবলীঃ

> উদ্বুদ্ধকরণ,প্রশিÿণ,ÿুদ্রঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত করাসহ দেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি সত্মরে সম্পৃক্ত করা।

> বেসরকারী সেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে গোষ্ঠি উন্নয়নে সহায়তা করার জন্য যুবদের বিভিন্ন গ্রম্নপে সংগঠিত করা।

> স্থানীয় পর্যায়ে যুব সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবং অংশগ্রহনমূলক উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহন নিশ্চিত করা।

> যুবদের গণশিÿা কার্যক্রম,দুর্যোগ ব্যবস্থাপনা,প্রাতমিক স্বাস্থ্য পরিচর্যা,পরিবেশ উন্নয়ন,সম্পদ সংরÿণ ইত্যাদি আর্থ-সামাজিক কার্যকলাপে সম্পৃক্তকরণ এবংসমাজ বিরোধী কার্যকলাপ,মাদক দ্রব্যের অপব্যবহার,এইচআইভি/এইডস এবং এসটিডি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

> যুবদের ÿমতায়নের নিমিত্তে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প স্থাপন এবং সিদ্ধামত্ম গ্রহণমূরক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগদানের লÿÿ্য তাদেরকে দÿতাবৃদ্ধিমূলক প্রশিÿণ,আত্মকর্মসংস্থান ও ÿুদ্রঋণ সহায়তা প্রদানের প্রয়োজনীয় পদÿÿপ গ্রহণ করা।

 

কি সেবা পাবেন:

> যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান

 

> সংশিস্নষ্ট প্রকল্পের উপর ঋণ প্রদান

 

> সংগঠন তালিকাভুক্ত করন

 

> অনুদান প্রদান